ইসলাম ধর্মে নারীদের পর্দা করার র্নিদেশ রয়েছে। পর্দা নারীর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বিশ্বজুড়ে বেড়েই চলেছে নারী নির্যাতনের ঘটনা। ধর্ষণের মত ঘৃণিত ঘটনা মহামারি রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে হিজাব পরার বিষয়টি। নারীর নিরাপত্তা, সম্মান আর সৌন্দর্য এর সব-ই বৃদ্ধি করে হিজাব।ফলে মুসলিম তো বটেই অনেক অমুসলিম নারীও আকৃষ্ট হচ্ছেন হিজাবের প্রতি। […]
Monthly Archives: September 2015
রাসুল (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি ৩ বার আল্লাহ’র নিকট জান্নাত চায়, জান্নাত তখন বলে :“হে আল্লাহ্! ঐ ব্যাক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যাক্তি ৩ বার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে : ‘হে আল্লাহ্ ঐ ব্যাক্তিকে দোযখের আগুন থেকে মুক্তি দাও ।” (তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ- হাদীস সহীহ)